প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ একাডেমিতে যাবেন। এরপর বেলা ১১টায় তিনি অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করবেন। পরে প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি।
প্রশিক্ষণে ভালো ফলাফল করা কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে এ দিনই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা