বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বাম জোট। ঋণখেলাপি, ব্যাংক ডাকাতদের গ্রেপ্তার, বিচার ও স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যাংকিং ও আর্থিক খাতে দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিলটি যাত্রা করবে।
বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকালের বিক্ষোভ মিছিলে যথাসময়ে যোগ দিয়ে সফল করা এবং ব্যাংক ও আর্থিক খাতকে রক্ষার আন্দোলন বেগবান করার জন্য বাম জোটের শরীক দলসমূহের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীসহ দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা