মুন্সীগঞ্জ প্রতিনিধি
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ৫-ভি মডেলের স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা হয়ে বেলা ১২ টার দিকে শরিয়তপুরের জাজিরা প্রান্তের নির্ধারিত পিলার ২৬ ও ২৭ এর সামনে পৌছায় ।
এর আগে গেল ৪ মে বসানো হয় পদ্মা সেতুর ২৯তম স্প্যানটি। প্রায় ২৬ দিনের মাথায় বসানো হলো এই ৩০ তম স্প্যান।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার সকালের দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের উপর ৩০তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আজ শুক্রবার সকালে তিয়ান-ই ভাসমান ক্রেন ৩ হাজার ১৫০ টন ওজনের স্প্যানটি নিয়ে রওনা হয়ে বেলা ১২ টার দিকে শরিয়তপুরের জাজিরা প্রান্তের নির্ধারিত পিলারে পৌছায় । এ স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৫০০ মিটার দৃশ্যমান হবে।
তিনি আরো জানান, ৫-এ নামে ৩১তম স্প্যানও বসানোর অপেক্ষায় রয়েছে। ৩১তম স্প্যানটি আগামী ২০ জুনে বসানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্ট্রিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা