অনলাইন ডেস্ক
এ যেন এক টুকরো স্বর্গোদ্যান। বিশ্বখ্যাত দুবাইয়ের ফুলের পার্ক মিরাকল গার্ডেনের আদলে সেজেছে চট্টগ্রামের ডিসি ফ্লাওয়ার পার্ক। চারিদিকে চোখ বোলালেই মিলবে লাল, হলুদ, বেগুনি, সাদা, গোলাপিসহ বাহারি রঙের নানা প্রজাতির ফুলের দেখা। শুধু রঙেই নয়, ফুলের এই বৈচিত্র্যে দর্শনার্থীদের নজর কাড়বে এর সাজানোর ঢঙও।
চট্টগ্রামের বন্দর লিংক রোডের ফৌজদারহাট অংশে এই জায়গাটি একসময় ছিলো মাদকসেবীদের আখড়া। পরবর্তীতে ১৯৪ একর জায়গা উদ্ধার করে এখানে ডিসি পার্ক গড়ে তোলে প্রশাসন। এরইমধ্যে পার্কটি নগরবাসীর আগ্রহের জায়গায় পরিণত হয়েছে।
এ পার্কে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। যেখানে ১২৭ প্রজাতির ও নানা রঙের লক্ষাধিক ফুল গাছ থাকবে। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে চিত্র প্রদর্শনী, মিউজিক ফেস্ট, ঘুড়ি ও পিঠা উৎসব, নৌকা বাইচসহ চিত্ত বিনোদন ও ঐতিহ্যবাহী নানান অনুসঙ্গ।
সেই সাথে এবারের ফুল উৎসবে রাতের আলোকসজ্জা পার্কটি আরও আর্কষনীয় হয়ে উঠবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা