পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় রেলওয়ের জায়গাতে অবৈধভাবে গড়ে তোলা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করে রেলের অন্তত দুই একর জায়গা উদ্ধার করেছ রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউট সিগন্যাল এলাকার পূর্ব পার্শ্বে জনৈক ইয়াছিন মার্কেটে এ অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মো. নজরুল ইসলাম জানান, পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া জংশন স্টেশন এলাকায় বিপুল পরিমাণে জমি দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি গড়ে তোলে কিছু অসাধু দুষ্কৃতিকারী। রেলের এসব জায়গা উদ্ধারে সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে রেলওয়ের দুই একর জায়গা উদ্ধার করা হয়। তিনি বলেন, রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়ে যারা বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন জায়গা উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা