অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বিজয় অর্জনের ১৫দিনের মধ্যেই দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাথে বসছে ক্ষমতাসীন দলটি।
বিগত নির্বাচনে ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে অনেকই স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা। স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা এখনো চলমান রয়েছে। এতে দলীয় বিভেদ বাড়ছে স্থানীয় রাজনীতিতে।
আগামি স্থানীয় নির্বাচনে দলের এই বিভক্তি আরো বড় হওয়ার আশঙ্কা করছেন অনেকে। কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে এসব বিষয় তুলে ধরে তা সমাধানের দিক নির্দেশনা থাকবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
নতুন সরকারের পথ চলায় দেশী বিদেশী ষড়যন্ত্র ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মিথ্যা ও অপপ্রচারের বিষয়ে মানুসকে সচেতন করারও নির্দেশনা থাকতে পারে দলের কেন্দ্রীয় নেতাদের এই বৈঠকে।
কেউ যাতে দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য দলীয় প্রধান শেখ হাসিনা নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেব বলেও জানা গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা