অনলাইন ডেস্ক
জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। প্রায় ছয় মাস পর গণভবনে হতে যাওয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ এই বৈঠকে দৃষ্টি থাকবে আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্বসহ রাজনৈতিক মহলের।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের সময়সূচী চূড়ান্ত করা। আগামী ২২ থেকে ২৪শে ডিসেম্বরের মধ্যে এই কাউন্সিল হতে পারে বলে জানা গেছে। এছাড়া বিরোধী দলগুলোকে মোকাবেলায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন, তৃণমূলকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ প্রস্তুত করা, দিবসভিত্তিক নানা কর্মসূচিসহ ১১টি বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, আগামীর পথ চলায় আওয়ামী লীগের করণীয় নির্ধারণ করাসহ জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত করার বিষয়টি গুরুত্ব পাবে সভায়।
এছাড়া বিরোধীপক্ষের নানা অপপ্রচার রাজনৈতিকভাবে মোকাবেলা, দলকে আরও শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয়ে দলীয় প্রধান নির্দেশনা দেবেন বলে জানা গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা