অনলাইন ডেস্ক
হালনাগাদ টেস্ট র্যাংকিং প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাটিং র্যাংকিংয়ে বাংলাদেশের লিটন দাস, মুমিনুল হক ও নুরুল হাসান সোহানের উন্নতি হলেও অবনতি হয়েছে বাকিদের। এছাড়া বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের।
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে দুই ইনিংসে ২৫ এবং ৭৩ করা লিটন এখন টেস্ট ব্যাটারদের মধ্যে র্যাংকিংয়ে ১২তম অবস্থানে। ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন দাস। এটিই টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সেরা অবস্থান।
এছাড়া, পাঁচ ধাপ এগিয়ে মুমিনুল হক উঠে এসেছেন ৬৮ নম্বরে, সোহান ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৩ নম্বরে। তবে, তিন ধাপ পিছিয়ে সাকিব আল হাসান নেমে গেছেন ৪০ নম্বরে, এক ধাপ পিছিয়ে তামিম ইকবাল ৪৩ এ অবস্থান করছেন।
বোলারদের মধ্যে র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে স্পিনার তাইজুল ইসলাম আছেন ২৭ নম্বরে, আর মেহেদি হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে। অধিনায়ক সাকিব আল হাসানও বোলিং র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন। তিনি এখন ৩২তম অবস্থানে।
তবে, আইসিসির অলরাউন্ডার র্য্যাংকিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন আসেনি, একে রবীন্দ্র জাদেজা, দুইয়ে রবিচন্দন অশ্বিন ও তিনে আছেন সাকিব আল হাসান। ব্যাটিং ও বোলিং র্যাংকিংয়েও সেরা দশে আসেনি কোনো পরিবর্তন।