জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদ্য কাজী ফিরোজ রশীদের পুত্রবধূ মেরিনা শোয়েবের গায়ে লাগা গুলি এখনও অপসারণ হয়নি।
সোমবার (৮ জুলাই) দুপুরে ল্যাবএইড হাসপাতালের এজিএম (করপোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান লেনিন গণমাধ্যম এ তথ্য জানিয়ে বলেন, ‘মেরিনা শোয়েবের পিঠের দিকে লেগেছে গুলিটি। তার শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে তখন গুলি বের করার জন্য অস্ত্রোপচার করা হবে।’
গতকাল রবিবার রাতে ফিরোজ রশীদের ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে তার পুত্রবধূ মেরিনা শোয়েবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রাথমিক তদন্তে মেরিনার বরাত দিয়ে ধানমন্ডি থানা সূত্র জানায়, রাতে একা বাসায় ছিলেন মেরিনা। স্বামীর পিস্তল নিয়ে নিজেই নিজের পেটে ঠেকিয়ে গুলি করেন। পরে তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এজিএম-এর এজিএম সাইফুর রহমান লেনিন বলেছেন, ‘মেরিনা এখনও আশঙ্কামুক্ত নন। তবে তার লাইফ সাপোর্ট লাগছে না। তাকে আইসিইউতে রাখা হয়েছে।’
পারিবারিক কলহের জের ধরে মেরিনা আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন বলে তার পরিবারের দাবি।
NB:This post is copied from breakingnews.com.bd
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা