অনলাইন ডেস্ক
বক্সের মধ্যে জেসন নাইটকে দুর্বল পাস দিয়েছিলেন আইরিশ মিডফিল্ডার জশ কুলেন। সুযোগসন্ধানি পাভার নাইটের সামনে থেকে ছোঁ মেরে বলটা নিয়েই ডান পায়ে যেন কামান দাগলেন।
লাফ দিলেও প্রচণ্ড গতিতে ছোটা বলটি ঠেকানোর সামর্থ্য আইরিশ গোলকিপার গ্যাভিন বাজুনুর ছিল না। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিতে শুরু করে ফ্রান্স। পরের ২০ মিনিটের মধ্যে ফ্রান্সের হয়ে একটি গোলের সুযোগ নষ্ট করেন আদ্রিয়ান রাবিওত। ২৫ গজ দূর থেকে তাঁর শট রুখে দেন বাজুনু।
প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ৬টি শট নেয় সফরকারীরা। প্রতিপক্ষ গোলরক্ষককে অবশ্য তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি তারা। প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলা আয়ারল্যান্ডও পারেনি লক্ষ্যে কোনো শট নিতে।
প্রথমার্ধে দারুণ দৃঢ়তায় রক্ষণ আগলে রাখা আয়ারল্যান্ড বিরতির পর করে বসে মারাত্মক ভুল। সেই সুযোগে এগিয়ে যায় ফ্রান্স। স্বাগতিক মিডফিল্ডার জস কালেনের দুর্বল পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শট নেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার পাভার্দ। বল ক্রসবারে লেগে জালে জড়ায়।
৬৯ ও ৭৫তম মিনিটে দারুণ দুটি সেভ করে দলকে লড়াইয়ে রাখেন আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনু। মুসা দিয়াবির শট ফেরানোর পর ২৫ গজ দূর থেকে আদ্রিওঁ রাবিওর জোরাল নিচু শট ঠেকিয়ে দেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা