অনলাইন ডেস্ক
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, দলের অন্যসব ক্রিকেটার নেগেটিভ হয়েছেন। চেন্নাই দল এখন অবস্থান করছে দিল্লিতে। সেখানেই তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।
বিশ্বনাথ ও বালাজি প্রথম রিপোর্ট পজিটিভ প্রমাণিত হওয়ার পর দ্বিতীয় দফা আবারও পরীক্ষা করা হয়। তবে এই পরীক্ষার ফলাফল এখনও হাতে আসেনি। এতে পুনরায় পজিটিভ হলে তাদের ১০ দিনের আইসোলেশনে পাঠানো হবে এবং দলের বায়োবাবল থেকে দূরে রাখা হবে।
তার আগে খবর আসে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন বিস্ময়কর স্পিনার বরুণ চক্রবর্তী ও ফাস্ট বোলার সন্দীপ ওয়ারিয়ার।
বরুণ ও সন্দীপ দুজনেই এখন আইসোলেশনে রয়েছেন। তবে সাকিবসহ দলের বাকি সদস্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
মঙ্গলবার, ৪ মে ম্যাচ থাকলেও করোনা পজিটিভের খবর আসার পর মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ অনুশীলন করেনি। কলকাতার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলা দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা