অনলাইন ডেস্ক
তবে আইপিএলের বাকি অংশে এই দুইজন থাকবেন কি না এই নিয়ে সংশয় ছিল। বাংলাদেশ দলের খেলা বাদ দিয়ে কোনো লিগ খেলতে যাব না- ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিপত্রে এমন শর্তে সাক্ষর করেছে জাতীয় দলের সব খেলোয়াড়। যার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২১ সালের বাকি অংশে খেলা সম্ভব ছিল না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের।
কেননা একই সময়ে ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ। এই ওয়ানডে সিরিজ আবার বিশ্বকাপ সুপার লিগের অংশ। কিন্তু মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সিরিজটি ১৮ মাস পিছিয়ে দেয়ার কথা জানিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, তারা আবেদন করলে বিসিবি তা পর্যালোচনা করবে। যদিও সাকিব এবং মুস্তাফিজ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেননি বলে জানিয়েছেন তিনি।
আকরাম বলেন, ‘ওরা যদি আবেদন করে এবং ওই সময়ে যদি কোনো আন্তর্জাতিক সিরিজের সূচি না থাকে (ইংল্যান্ডের সফর পিছিয়ে যাওয়ায় একই সময়ে যদি বিসিবি নতুন কোনো সিরিজ চূড়ান্ত না করে), তাহলে আইপিএল খেলার অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।’
আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। এদিকে এক কোটি রুপিতে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মুস্তাফিজ। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব।
যেখানে তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান করার সঙ্গে বল হাতে তিনটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিকে আইপিএল স্থগিত হওয়ার আগে সবগুলো ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। ৭ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার নিয়েছেন ৮ উইকেট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা