ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান অ্যাশেজ সিরিজ থেকে সরিয়ে নেয়া হয়েছে দুই আম্পায়ারকে। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও নিউজিল্যান্ডের ক্রিস গিফানি। হেডিংলি টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন এ দুজন। ম্যাচে তাদের বেশ কিছু সিদ্ধান্ত ছিল ভুল, যা ফলাফলে প্রভাব ফেলে। উইলসন-গিফানির জায়গায় দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস ও শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। টিভি আম্পায়ার হিসাবে থাকবেন পাল্লিয়াগুরুগের স্বদেশি কুমার ধর্মসেনা।
বেন স্টোকসের অসাধারণ ইনিংসে হেডিংলি টেস্টে রেকর্ড লক্ষ্য তাড়া করে ১ উইকেটে জেতে ইংল্যান্ড। কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে শেষ হাসি হাসতে পারতো অস্ট্রেলিয়া। জয়ের জন্য যখন ২ রান প্রয়োজন ইংল্যান্ডের তখন লাথান লায়নের লেগ বিফোরের সিদ্ধান্ত নাকচ করে দেন জোয়েল উইলসন।
কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় সেটি পরিষ্কার এলবিডব্লিউ ছিল। অস্ট্রেলিয়ার রিভিউ না থাকায় বেঁচে যান স্টোকস। ম্যাচে উইলসনের সঙ্গী ক্রিস গ্যাফানির ৭টি সিদ্ধান্ত বদলেছে রিভিউতে। এর আগে এজবাস্টন টেস্টেও অনেকগুলো ভুল সিদ্ধান্ত দেন উইলসন।
ম্যানেচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ৪ সেপ্টেম্বর শুরু হবে অ্যাশেজের চতুর্থ টেস্টে। তিন ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে অ্যাশেজে।
NB:This post is copied from mzamin.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা