অনলাইন ডেস্ক
১৯৯৪ সালে অনলাইন বুক শপ হিসেবে যাত্রা শুরুর পর থেকেই অ্যামাজনের নেতৃত্ব দিয়ে আসছেন জেফ বেজোস। বর্তমানে দুনিয়া জুড়ে কোম্পানিটির কর্মী সংখ্যা ১৩ লাখের বেশি। আর প্যাকেজ সরবরাহ থেকে শুরু করে ক্লাউড সার্ভিসে ভিডিও স্ট্রিমিং এবং বিজ্ঞাপন সব জায়গাতেই ব্যবসা রয়েছে এর।
বিশ্বের শীর্ষ ধনী হিসেবে ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ৬২০ কোটি ডলারেরও বেশি। গত বছর করোনা মহামারির মধ্যে অনলাইন কেনাকাটার পরিমাণ বেড়ে যাওয়ায় অ্যামাজনের রকেট গতির উত্থান হয়েছে। ২০১৯ সালের তুলনায় ৩৮ শতাংশ বিক্রি বেড়ে ২০২০ সালে এটি ৩৮ হাজার ছয়শ’ কোটি ডলারের বেশি বিক্রি করেছে। লাভ প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ২ হাজার ১৩০ কোটি ডলার।
সম্প্রতি হলিউড তারকা ডোয়েন জনসনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন বেজোস। সমুদ্রের ধারে হাসি মুখে দেখা যাচ্ছে দু’জনকে। তাঁরা জানিয়েছেন, অ্যামাজন স্টুডিয়োজ-এর ব্যানারে একটি ছবি করতে চলেছেন তাঁরা। অর্থাৎ এ বার ছবি তৈরির দিকেও নজর দিচ্ছেন বেজোস।
এ ছাড়া কয়েক দিন পরেই মহাকাশে অশীতিপর ওয়ালি ফাঙ্কের সঙ্গী হবেন বেজোস ও তাঁর ভাই। যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও ছ’দশক আগে ওয়ালিকে মহাকাশচারী করতে রাজি হয়নি নাসা। আগামী ২০ জুলাই ওয়ালির সেই আক্ষেপ মেটাচ্ছেন বেজোস। বাণিজ্যিক ভাবে মহাকাশ ভ্রমণ শুরুর পরিকল্পনা রয়েছে বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর। তারই জন্য এ মাস থেকেই পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করতে চলেছে ব্লু অরিজিন। আগামী ২০ জুলাই তারই একটিতে বেজোস ও তাঁর ভাইয়ের সঙ্গী হবেন ওয়ালি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা