যুক্তরাষ্ট্রের ই-কমার্স সাইট ইবে-তে অ্যাপল-১ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ডিভাইসটির দাম ধরা হয়েছে সাড়ে ১৭ লাখ ডলার।
বিক্রেতা জানিয়েছেন, তিনি অ্যাপল-১ কম্পিউটারটির দ্বিতীয় মালিক। ১৯৭৮ সালে প্রথম মালিকের কাছ থেকে এটি কিনেছিলেন।
মনিটরসহ এ রকম কাস্টম উড কেসের তৈরি অ্যাপল-১ বিশ্বে মাত্র ছয়টি আছে। তাই এর দামও বেশি।
১৯৭৬ সালে অ্যাপল-১ তৈরি করেছিলেন স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক। তখনকার সময়ে অ্যাপল ১ কোনো পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, মাউস বা মনিটরের সঙ্গে বিক্রি হতো না। ক্রেতাদের এসব আলাদা কিনে জোড়া লাগাতে হতো।
অ্যাপল-১ কম্পিউটারটিতে কাস্টম উড কেস থাকায় ধুলা ময়লা জমেনি। ফলে এখনো ৪৩ বছর আগের কম্পিউটারটিতে কাজ করা যায়।
২০১৬ সালে কাস্টম উড কেসসহ অ্যাপল ১ এর আরেকটি মডেল বিক্রি হয়েছিল ৮ লাখ ১৫ হাজার ডলারে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা