অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২৪ জুন) উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচ দশক ধরে অ্যাওয়ে গোলের নিয়মে খেলা চলে আসছিল। অনেক দিন ধরেই এই নিয়মের বিরোধিতা করে আসছিল অনেকেই। তার মধ্যে আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার ও অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে অন্যতম।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, উয়েফার ক্লাব প্রতিযোগিতায় দুই প্রতিপক্ষ দুই লেগে মিলে সমান সংখ্যক গোল করলে ম্যাচে দুই অর্ধেই ১৫ মিনিট করে অতিরিক্ত সময় দেয়া হবে। তাও যদি ফল না পাওয়া যায় সেক্ষেত্রে পেনাল্টি শুট আউট দেয়া হবে বলে জানানো হয়।
এমন সিদ্ধান্তে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ম্যাচগুলো আরও আক্রমণাত্মক হবে বলে মনে করেন সেফেরিন। য়েফা প্রধানের ভাষায়, ‘নতুন নিয়ম ম্যাচের মূল উদ্দেশ্যে প্রভাব ফেলবে। কারণ আগের নিয়মে গোল হজমের ভয়ে স্বাগতিকদলগুলো আক্রমণে যেতো না।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা