অনলাইন ডেস্ক
জিনিয়া অপহরণের রহস্য উদ্ঘাটনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম।
এর আগে সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করা হয়। পরে অপহরণের অভিযোগে লোপা তালুকদারকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে মিন্টু রোডে এক প্রেস ব্রিফিংয়ে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে ‘অসৎ উদ্দেশ্যে’ অপহরণ করে লোপা তালুকদার।
জিনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ফুল বিক্রি করত। মা সেনুরা বেগমের সঙ্গে ছোটবেলা থেকেই সে টিএসসিতে থাকত। সেনুরা বেগম ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় জিডি করেন। জিডির সূত্রে গোয়েন্দা রমনা বিভাগ ছায়া তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে জানা যায়, দু’জন মহিলা জিনিয়াকে ফুচকা খাওয়ায় এবং টিএসসি এলাকায় তাকে নিয়ে ঘোরাফেরা করে। একপর্যায়ে জিনিয়াকে ফুঁসলিয়ে অপহরণ করে। সোমবার শাহবাগ থানায় অপহরণ মামলা হয়। গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে। পরে ফতুল্লা থানার আমতলা এলাকা পকপল থেকে ভিকটিম জিনিয়াকে উদ্ধার করা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা