অনলাইন ডেস্ক
দেশজুড়ে ১৫৭টি প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামো উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব অবকাঠমোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের ১১টি জেলা এবং ৬০টি উপজেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হলো।
প্রধানমন্ত্রী বলেন, সরকার লক্ষ্যস্থির করে রাষ্ট্র পরিচালনা করছে বলেই দেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই পথ মসৃন ছিলো জানিয়ে তিনি বলেন, নানা সময় বাধা এসেছে, এখনও আসছে।
আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার নিশ্চিত এবং গণতন্ত্রকে সুসংহত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, যারা ত্রিশটি আসন পায় তাদের নির্বাচনে যাওয়ার আকাঙ্খা না থাকাই স্বাভাবিক। তাই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।
প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্টি দুর্যোগ মোকাবেলা করেই দেশে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা