অনলাইন ডেস্ক
আজ শুক্রবার (০৬ আগস্ট) মিরপুরে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় পেয়েছে ঘরের মাঠের বাংলাদেশ। টাইগারদের মতো অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শুরুটাও ছিল দৃষ্টিকটু। শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপে আঘাত হানেন নাসুম আহমেদ। ওপেনার ম্যাথু ওয়েড ব্যক্তিগত এক রানে ফেরেন শরিফুলের হাতে ক্যাচ দিয়ে। ক্যাপ্টেন ফিরে গেলেও দলের বিপদ কাটিয়ে তোলার চেষ্টা করেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। তবে ৩৫ রানের বেশি যোগ করতে পারেননি তিনি দলীয় স্কোরে।
সাকিব আল হাসানের ঘূর্ণিতে বোল্ড হয়ে ম্যাকডারমট সাজঘরের পথ ধরলে ব্যাট হাতে লড়ে যান মিচেল মার্শ (৫১)। অর্ধশতকের দেখা পেয়ে উইকেট থেকে বিদায় নেন তিনিও। অ্যালেক্স কেরি ২০* রানে অপরাজিত থেকে যান। তবে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি তুলতে পারেনি।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও সাকিব আল হাসান।
তবে শুরু থেকেই দাপুটে বোলিং করে অতিথি বোলাররা। তাই তো ব্যাটিংয়ে নেমেই হোঁচট খেয়ে বসে বাংলাদেশ। দলীয় ৩ রানের মাথায় হারিয়ে বসে তারা তিন উইকেট। জশ হ্যাজলউডের বলে উইকেটের পিছনে ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দি হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম (১)। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ফেরেন অ্যাডাম জাম্পার এলবিডব্লিউ’র ফাঁদে পা দিয়ে।
মন্থর উইকেটে এমন বিপদের সময়ে দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে বড় স্কোরের সাহস যোগান দুজনে। কিন্তু ৪৪ রানেই ভেঙে যায় তাদের জুটি।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ফেরেন মাত্র ২৬ রান করে। দুরন্ত ব্যাটিংয়ের আভাস দিয়ে ব্যক্তিগত ১৯ রান নিয়ে দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। অস্ট্রেলিয়ানদের ক্ষুরধার বোলিংয়ে ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ৯৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে এলোমেলো হয়ে পড়া স্বাগতিকরা।
মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে লড়াই করে মাহমুদউল্লাহ রিয়াদ হাঁকিয়েছেন ফিফটি (৫২) । ইনিংসের শেষ তিন বলে মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানের উইকেট নিয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন নাথান এলিস।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট শিকার করেন নাথান এলিস। আর দুটি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা