অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২৭১ রান। কিন্তু প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রীন ছোবল মারলে ১২৪ রানেই থেমে যায় ইংল্যান্ডের ব্যাটিং লড়াই। ওপেনার জ্যাক ক্রলি ৩৬ রান নিয়ে ফেরেন সাজঘরে। তার ওপেনিং সঙ্গী ররি বার্নসের ব্যাট থেকে আসে ২৬ রান। বাকি ব্যাটসম্যানরা কেউ ১১ রানের বেশি তুলতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রীন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পুঁজিটা ভালোই ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। মার্ক উড একাই ছয় উইকেট শিকার করে অজিদের ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে দেন। ফলে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তার আগে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া।
অ্যালেক্স কেরি ৪৯ রানের দুরন্ত এক ইনিংস খেলেন। সঙ্গে স্টিভেন স্মিথ ২৭ ও ক্যামেরন গ্রীন ২৩ রান এনে দেন। মার্ক উডের সঙ্গে তিনটি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ক্যাপ্টেন প্যাট কামিন্সের দল পায় ২৭০ রানের লিড।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩০৩ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে পায় ১৮৮ রান। ম্যাচসেরা ও সিরিজসেরা দুটো পুরস্কারই জিতে নিয়েছেন ট্রাভিস হেড।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা