অনলাইন ডেস্ক
গত মাসে দেশটিতে টিকা না নেওয়া লোকজনের ওপর লকডাউন আরোপ করা হয়। রোববার (১২ ডিসেম্বর) লকডাউন শেষ হলেও কড়াকড়ি থাকছে।
এ সিদ্ধান্তের বিরোধীরা বলছেন, টিকা নেওয়ার সিদ্ধান্ত জনগণের হাতে থাকতে হবে, যাতে সমর্থন রয়েছে ডানপন্থি রাজনৈতিক দল ফ্রিডম পার্টিরও। সরকার বলছে, কাউকে জোর করে টিকা দেওয়া হবে না। কিন্তু যারা টিকা নিতে অস্বীকৃতি জানাবে, তাদের তিন হাজার ৬০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে।
রাজধানী ভিয়েনা ছাড়াও আরো দুটি শহরেও একই দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রায় ৯০ লাখ জনগোষ্ঠীর দেশ অস্ট্রিয়া। সেখানে এ পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুই ডোজ টিকা নিয়েছেন ৬৮ শতাংশের বেশি মানুষ । ইউরোপের দেশগুলোর মধ্যে টিকা নেওয়ার এ হার নিচের দিকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা