একাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘প্যারাসাইট’ ইতিহাস গড়েছে।
রোববার রাতে ডলবি থিয়েটারে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এই প্রথম ইংরেজির ভাষার বাইরে অন্য কোনো ভাষার চলচ্চিত্র জিতে নিল সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্যের অস্কার।
বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে পরিচিত করপাস ক্রিস্টি (পোল্যান্ড), হানিল্যান্ড (উত্তর ম্যাসিডোনিয়া), লা মিজারেবল (ফ্রেন্স), এবং পেইন অ্যান্ড গ্লোরির (স্পেন) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় প্যারাসাইট ।
বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রটির তাৎপর্যপূর্ণ কাহিনীতে প্রচলিত সামাজিক অবস্থার ব্যাঙ্গাত্বক চিত্র তুলে ধরা হয়েছে। নাট্যে ভিন্ন শ্রেণীর দু’টি পরিবারের জীবন যুদ্ধের তুলনা করা হয়েছে।
এবারের অস্কারে এক নজরে পুরস্কার জিতেছে যারা:
সেরা চলচ্চিত্র: প্যারাসাইট সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার, ‘জুডি’ সেরা অভিনেতা: হোয়াকিন ফিনিক্স, ‘জোকার’ পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: লরা ডার্ন, ‘ম্যারেজ স্টোরি’ পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: ব্র্যাড পিট, ‘ওয়ান্স আপন আ টাইম ইন…হলিউড’ সেরা নির্মাতা: বং জুন হো, ‘প্যারাসাইট’ সেরা চিত্রনাট্য (মৌলিক): ‘প্যারাসাইট’ সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ‘জোজো র্যাবিট’ সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘টয় স্টোরি ফোর’ সেরা তথ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (আগের নাম ছিল সেরা ভিনদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র): ‘প্যারাসাইট’, দক্ষিণ কোরিয়া সেরা সংগীত: লাভ মি আগেইন, ‘রকেটম্যান’, শিল্পী: এলটন জন সেরা আবহসংগীত: ‘জোকার’ সেরা চিত্রগ্রহণ: ‘১৯১৭’ সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ‘১৯১৭’ সেরা সম্পাদনা: ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ সেরা শব্দ সম্পাদনা: ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ সেরা শব্দমিশ্রণ: ‘১৯১৭’ সেরা শিল্প নির্দেশনা: ‘ওয়ান্স আপন আ টাইম ইন…হলিউড’ সেরা পোশাক নকশা: ‘লিটল উইমেন’ সেরা রূপ ও কেশসজ্জা: ‘বম্বশেল’ সেরা লাইভ অ্যাকশন শর্ট: ‘দ্য নেইবার্স উইনডো’ সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন (ইফ ইউ আর আ গার্ল)
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা