অনলাইন ডেস্ক
শুক্রবার (১২ জুন) বিকেলে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, স্বাভাবিকভাবে বাজেট তৈরি করতে পারিনি। বাজেট তৈরি করেছি অতীতের অর্জন এবং করোনায় আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা থেকে। বিশ্বব্যাংক, আইএমএফসহ দেশি-বিদেশি অর্থনীতিবিদদের মতামতের ভিত্তিতে এই বাজেট তৈরি করা হয়েছে।
মুস্তফা কামাল বলেন, রাজস্ব আহরণের বিষয়ে সবাই প্রশ্ন করছেন। এ বিষয়ে আমার বক্তব্য হলো-জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অটোমেশনের যন্ত্রপাতি আনতে শুরু করেছিলাম। অটোমেশন করতে পারলে আমাদের কর আদায়ের টাকা রাখার জায়গা পেতাম না। এ বছর আমরা ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার যে বাজেট প্রস্তাব করছি, এটি আমরা বাস্তবায়ন করতে পারব।
তিনি বলেন, করোনার কারণে হঠাৎ করে অনেক অর্থের দরকার পড়েছে। মানুষকে খাবার, চাকরি এবং সুযোগ সুবিধা দেয়ার জন্য। সে কারণে এই বাজেট তৈরি করেছি। আগামীতে স্বাস্থ্য খাতের পরে কৃষি খাত প্রাধান্য পাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা