বাংলাদেশের তরুণ চিকিৎসক ও গবেষকগণ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও রোগসমূহ নিয়ে অনেক গবেষণা করে থাকেন। দেশে প্রথমবারের মত আয়োজিত সায়েন্টিফিক কংগ্রেস-এ এমন সব গবেষণাসমূহ উপস্থাপন করা হচ্ছে। এই কংগ্রেস তরুণ চিকিৎসক ও গবেষকদের আরো বেশিমাত্রায় গবেষণা কর্মে উৎসাহিত করার সাথে সাথে গবেষণা কর্মসমূহ আন্তর্জাতিকভাবে প্রকাশের সুযোগ সৃষ্টি করবে।
সোমবার (২১ অক্টোবর) ১ম সায়েন্টিফিক কংগ্রেস অন নন-কমিউনিকেবল ডিজিজেস এর বৈজ্ঞানিক অধিবেশনে এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কংগ্রেস-এর চেয়ারপারসন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ।
(বিএসএমএমইউ, আইসিডিডিআর,বি-এর যৌথ উদ্যোগে ও ব্রিটিশ মেডিকেল জার্নালের (বিএমজে)-এর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হল ও মিল্টন হলে ১ম সায়েন্টিফিক কংগ্রেস অন নন-কমিউনিকেবল ডিজিজেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দ্বিতীয় দিনের অধিবেশনে মানসিক স্বাস্থ্য ও নিউরো ডেভলপমেন্টাল ডিজঅর্ডার, স্ট্রোক, ক্রনিক কিডনি ডিজঅর্ডারসহ বিভিন্ন বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়। সেশনে অসংক্রামক রোগ বিষয়ে বিভিন্ন চিকিৎসা ভাবনা, সমস্যার কারণ, রোগতাত্বিক ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারী চিকিৎসক ও গবেষকরা।
কংগ্রেসের কনভেনর ও আইসিডিডিআর,বির নন-কমিউনিকেবল ডিজিজ ইনিশিয়েটিভ শাখার প্রধান ডা. আলিয়া নাহিদ বলেন, বাংলাদেশের বাস্তবতায় অসংক্রামক রোগ নিয়ে গবেষণা করছেন চিকিৎসক ও গবেষকরা। তারা কংগ্রেসে বিভিন্ন গবেষণা ফলাফল ও পোস্টার প্রদর্শন করছেন। অসংক্রামক রোগের নানা মাত্রা ও টেকসই উন্নয়নের কার্যকর বিভিন্ন কৌশলগুলো নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা করা হচ্ছে।
এনসিডি বিষয়ে প্রথম বৈজ্ঞানিক কংগ্রেসের লক্ষ্য হলো, একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক গবেষকদের মধ্যে গবেষণা সহযোগিতা জোরদার করা। কংগ্রেসের মাধ্যমে এনসিডি বিষয়ক বিভিন্ন সেমিনাল কাজগুলো জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে উপস্থাপন ও জানানোর সুযোগ থাকছে। ক্লিনিকাল রিসার্চ প্ল্যাটফর্ম, বাংলাদেশের কর্তৃক আয়োজিত এই কংগ্রেসে ৯টা ক্যাটাগরিতে দুইশোর ও বেশি সাইয়েন্টিফিক পেপার থেকে বাছাই করা হবে সেরা গবেষণাকে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা