অনলাইন ডেস্ক
আজ শুক্রবার সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া রেললাইনে এ ঘটনা ঘটে।
ট্রেনের লোকোমাস্টার শাহ আলম জানান, ট্রেনটি চলছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার গতিতে। সকাল সাড়ে ৬টার দিকে কোকতারা এলাকায় কয়েকজন লোক লাল গামছা নেড়ে ট্রেন থামানোর জন্য সংকেত দেন। এ সময় আমরা ট্রেনের গতি নিয়ন্ত্রণ করি। থামার পর দেখা যায়, মাত্র ৫০ গজ দূরেই লাইনের একটা অংশ প্রায় ৮ ইঞ্চি জায়গা ভেঙে রয়েছে।
জানা গেছে, স্থানীয় শফিকুল ইসলাম, তার ভাতিজা গোলজার হোসেন ও স্থানীয় তরুণ নাজির হোসেন রেল লাইনের ভাঙা অংশ দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। এরপর তারা একটি লাল কাপড় নিয়ে বেশ কিছুদূর এগিয়ে যান। আর শফিকুল ও গোলজার লাল গামছা নিয়ে অবস্থান নেন ভাঙা অংশের সামনে। সংকেত দেখে ৮০ কিলোমিটার বেগে ধাবমান ট্রেনটি দ্রুত থামিয়ে ফেলা সম্ভব হয় লোকোমাস্টারের পক্ষে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা