অনলাইন ডেস্ক
দেশ থেকে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এবং ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ দীর্ঘদিনের। এ ধরনের প্রবণতা রোধ করতে যে পরিমাণ অর্থ আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং করে পাচার করা হয়েছে এবং যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে তার উপর ৫০ শতাংশ হারে করারোপ করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থ পাচার ও করফাঁকি রোধে প্রস্তাবিত এ বিধান অত্যন্ত ফলপ্রসূ হবে আশা করছেন অর্থমন্ত্রী।
আরোও পড়তে পারেন : আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন