অনলাইন ডেস্ক
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার নওয়াপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নড়াইলের বাসিন্দা প্রকৌশলী হিরক ও তার বন্ধু আশরাফুল তাদের পরিবার নিয়ে অভয়নগরে একটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে নওয়াপাড়া ভৈরব ব্রিজ এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা লোকাল ট্রেনের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হিরক ও এক নারী মারা যান।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে পাঁচ বছরের এক মেয়ে শিশু মারা যায়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইফ্ফাত শারমীন জানান, অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
খুলনা হাসপাতালে নেওয়ার পর সেখানে আশরাফুল নামে একজন মারা যান। বর্তমানে আহতদের মধ্যে এক নারী ও এক শিশু চিকিৎসাধীন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা