অনলাইন ডেস্ক
বুধবার (১৩ মার্চ) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকিকালে উপজেলার মহামায়া বাজারে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মহামায়া পশ্চিম বাজারে সবচাইতে বড় পাইকারি মুদি দোকান সালাউদ্দিন স্টোর। এই দোকান অভিযান টের পেয়ে মূল্য তালিকা সরিয়ে রাখে। ওই তালিকায় পেঁয়াজের মূল্য প্রতি কেজি ৯৫ টাকা। কিন্তু দোকানে তাৎক্ষণিক ২৮ কমিয়ে পেঁয়াজ বিক্রি শুরু হয় ৬৭ টাকা দরে। এই সুযোগে অনেক ক্রেতা ওই দোকান থেকে ২ থেকে ৩ কেজি করে পেঁয়াজ ক্রয় করতে শুরু করেন। ওই সময় পাশের মোহাম্মদ স্টোরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৭০টাকা।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলছে। অনেক ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে। আবার অনেক পাইকারি ও মুদি ব্যবসায়ী অভিযানের টের পেয়ে দোকান রেখে পালিয়েছেন। ওই বাজারে আজ মূল্য তালিকা না থাকায় ২টি মুদি দোকানকে ১ হাজার টাকা করে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা