এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতাকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে পরিচালক রফিক শিকদারের বিরুদ্ধে। গতকাল সোমবার পাবনার শাহজাদপুরে ‘বসন্ত বিকেল’ছবির শুটিং স্পটে এ ঘটনা ঘটে।
ঘটনার পরেই শুটিং স্পট ছেড়ে ঢাকায় চলে এসেছেন সুচরিতা। পরে তিনি বিষয়টি লিখিতভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতি পরিচালক রফিককে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পরিচালক সমিতিতেও অভিযোগ জানিয়েছে শিল্পী সমিতি।
জানা গেছে, রফিক শিকদার পরিচালিত এ ছবিতে অভিনয় করছেন সুচরিতা। গতকাল সকাল থেকে শুটিং করার জন্য সুচরিতাকে বসিয়ে রাখা হয়। সারাদিন অপেক্ষায় থাকার পর বিকেলে রফিক শিকদারের কাছে বসিয়ে রাখার কারণ জানতে চান এ অভিনেত্রী। এ সময় নির্মাতা উত্তেজিত হয়ে পড়েন। দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে সুচরিতাকে মারতে যান রফিক। তখন শুটিং স্পটে থাকা ক্যামেরাম্যানরা এগিয়ে এসে তাকে আটকান।
এ বিষয়ে সুচরিতা বলেন, ‘আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমার মতো সিনিয়র একজন শিল্পীর ওপর হাত তোলার সাহস সে কীভাবে পেল। এর জবাব আমি চাই। সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।’
অভিযোগের বিষয়ে রফিক শিকদার বলেন, ‘সুচরিতা আপার ওপর হাত তুলি নাই। কথা কাটাকাটি হয়েছে। এর চেয়ে বেশিকিছু না। আমার মা নিয়েও গালি দিয়েছেন। এরপর আমি উত্তেজিত হয়ে উঠি। আমি পরিচালক সমিতিতে প্রাথমিক কথা বলেছি। প্রযোজক সমিতির সভাপতি খসরু ভাইকেও বিষয়টি জানিয়েছি।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা