সিনিয়র স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ২২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। কোস্ট গার্ড থেকে পাঠানাে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাঁদপুর, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুরের চর এলম্যান্ট এলাকা থেকে এই কারেন্ট জাল জব্দ করেছে। আটক মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। আটক কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
কোস্ট গার্ডের অপর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম কর্ণফুলী নদীর ১৫ নং ঘাটে অভিযান পরিচালনা করে কাঠের নৌকা তল্লাশী করে দুই লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে। জব্দ করা ইয়াবা ট্যাবলেটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।
বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা