শিশু গৃহকর্মী জান্নাতীকে (১২) শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি দেবার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (৩০ অক্টোবর) বিকাল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ-এর আন্দোলন উপপরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর জেলা শাখার সভাপতি মাহতাবুননেসার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর শাখার লিগ্যাল এইড সম্পাদক, শামীমা আফরোজ আইরিন, আন্দোলন সম্পাদক, জুয়েলা জেবুননেসা খান, সহ-সাধারণ সম্পাদক মঞ্জু ধর, সাধারণ সম্পাদক, রেহানা ইউনুস, সহ-সভাপতি হোমায়ারা খাতুন, কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর এডভোকেসী ও লবী, অ্যাড.মাকসুদা আক্তার লাইলী, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড.মাসুদা বেগম রোজী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: ফওজিয়া মোসলেম।
গত ২৫ অক্টোবর ২০১৯ জাতীয় গণমাধ্যমের সংবাদে জানা যায় যে, মোহাম্মদপুর স্যার সৈয়দ সড়কে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদের বাসায় জান্নাতী আক্তার (১২) নামের শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়। এই শিশুর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত রিপোর্টে শিশুটির দেহে ধর্ষণের আলামত পাওয়া যায় এবং তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গৃহকর্ত্রী রোকসানা পারভীন গ্রেফতার হলেও তাঁর স্বামী প্রকৌশলী সাঈদ আহমেদ আজও পলাতক রয়েছেন।
মানববন্ধনে উপস্থিত নেত্রীবৃন্দ অসহায়, দরিদ্র পরিবারের শিশু সন্তানের নৃশংস হত্যাকারীদের সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন, ঢাকা মহানগর শাখার পরিবেশ উপ-পরিষদ সম্পাদক হোসনে আরা শিল্পী, সাধারণ প্রস্তাব পাঠ করেন ঢাকা মহানগরের সদস্য খালেদা ইয়াসমিন কনা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর ও পাড়া কমিটির নেতৃবৃন্দ। এছাড়া কেন্দ্রীয় কমিটির অফিস কর্মকর্তাবৃন্দ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা