অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচনের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল। রবিবার, ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে আয়োজিত শোক সভায় তিনি এই আহ্বান জানান। ড. কামাল বলেন, আমাদের ক্ষমতা ফিরিয়ে দিতে বলছি না। জনগণকে ফিরিয়ে দিন। এখন যে কুকর্ম হচ্ছে, তা থেকে দেশ মুক্ত হবে। কুশাসন থেকে মানুষ মুক্ত হবে। সুশাসন নিশ্চিত করা হবে। সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে। আবরার হত্যাকাণ্ড প্রসঙ্গে ড. কামাল বলেন, এর চেয়ে গুরুতর অপরাধ আর হয় না। এই অপরাধ তারা নিয়মিত করে যাচ্ছে। সময় থাকতে মাথা ঠান্ডা করুন। মনে করবেন না যেন, পুলিশকে দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে যে অধিকার অর্জন করেছি, তা থেকে বঞ্চিত করতে পারবেন।সময় থাকতে দেশকে আপনার (প্রধানমন্ত্রী) প্রশাসন থেকে মুক্ত করুন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা