অনলাইন ডেস্ক
বুধবার (১৬ জুন) দিবাগত রাতে নিজেদের ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই কথা জানায় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ সেই বিবৃতিতে আরো জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) সার্জিও রামোসের সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন হবে। তাতে উপস্থিত থাকবেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও। অনুষ্ঠানের পর একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হবে, যাতে সাংবাদিকদের সাথেও কথা বলবেন রামোস।
গেল মৌসুমটা কেটেছিল চোটের সঙ্গে যুদ্ধ করেই। ইনজুরির কারণে ২০২১ সালে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে খেলেছেন মাত্র ৪টি ম্যাচ। ক্লাবের সাথে নতুন চুক্তি না হওয়ার ব্যাপারটা আগে থেকেই অনুমেয় ছিল। গত রাতে সেটি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার হয়ে গেল।
মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক মার্কার মতে, ক্লাব কর্তৃপক্ষ রামোসকে নতুন চুক্তির আহবান জানালেও, সেখানে একমত হতে পারেনি দুই পক্ষ। রামোস দুই বছরের চুক্তি চাইলেও, ক্লাব থেকে মাত্র ১ বছরের জন্য প্রস্তাব দেয় তাকে, সঙ্গে আবার বেতন কমানো হয় ১০ শতাংশ।
২০১৫ সালে ইকার ক্যাসিয়াসের কাছ থেকে নেতৃত্ব আসে সার্জিও রামোসের কাঁধে। এরপর গত ৬টি মৌসুমে মোট ১২টি ট্রফি জিতেছেন রামোস। এরমধ্যে আবার রয়েছে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা