অবশেষে আজ দুপরে চাঁদের উদ্দেশে রওনা হয়েছে ভারতের চন্দ্রযান-২। আজ সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে চাঁদের উদ্দেশ যাত্রা শুরু করেছে ভারতীয় চন্দ্রযানটি।
গত ১৫ জুলাই উত্ক্ষেপনের ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় চন্দ্রযান-২ অভিযান। পরে ত্রুটি কাটিয়ে ফের অভিযানের সিদ্ধান্ত নেয় ভারতের মহাকাশ সংস্থা ইসরো। জ্বালানি লিক হওয়ার কারণে স্থগিত রাখা হয় চাঁদের অভিযান। পরে তা কাটিয়ে উঠে ইসরো।
গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ২০ ঘণ্টার কাউন্ট ডাউন শুরু হয়। ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে প্রজ্ঞান ও বিক্রম।
ইসরো জানিয়েছে, পৃথিবীর কক্ষপথে প্রথম ১৭ দিন থাকবে বাহুবলী। পরে আরও শক্তি বাড়িয়ে তারপর চাঁদের কক্ষপথে ঢুকবে রকেটটি। সব মিলিয়ে চাঁদের মাটি ছুঁতে চন্দ্রযান ২ এর ৫৪ দিন লাগবে। তবে ৬ সেপ্টেম্বরের বদলে ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমকে নামাবে চন্দ্রযান। এছাড়া অভিযান সাতদিন পেছালেও বিক্রম ও প্রজ্ঞানের চাঁদের বুকে নামা পেছাচ্ছে মাত্র একদিন। পরে এই যান দুটি টানা ১৪ দিন চাঁদের দক্ষিণ মেরুতে সন্ধান করবে চাঁদের মাটির রহস্য।
পুরো মিশনটি সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমের ব্যবস্থা করেছে ইসরো। রকেটটি যদি খাড়াভাবে ওড়ে তাহলে তিন থেকে চারদিন মতো সময় লাগে চাঁদের কক্ষপথে ঢুকতে। টানা ১৪ দিন চাঁদের মাটির নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের তথ্য হাতে পাবে ইসরো। কাজ শেষ করতে হবে ১৪ দিনেই, কারণ পৃথিবীর সাড়ে ১৪ দিন চাঁদের একদিনের সমান। আর ওই সময়টুকুই সোলার সেল সক্রিয় থাকবে স্বয়ংক্রিয় দুই যানের।
প্রসঙ্গত, চন্দ্রযান ২ এর উৎক্ষেপণ সফল হলে ভারতই হবে বিশ্বে চতুর্থ দেশ, যাদের রোভার চাঁদের মাটিতে নামবে। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদে মহাকাশ যান পাঠিয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা