অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, হরতাল-অবরোধ দিয়ে মানুষের স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে ফলে কেউ তা মানছে না। অবরোধে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ট্রাফ্রিক জ্যাম দেখা যাচ্ছে। এসব কর্মসূচি দিয়ে তারা নিজেদের হাস্যরসে পরিণত করছে। আমি বুঝি না কারা এসব ধারণা দেয়?
তিনি বলেন, এভাবে গাড়ি-ঘোড়া চলা মানে তাদের বৃদ্ধাঙ্গুলি দেখানো। তারপরও লজ্জা হয় না। আসলে যাদের লজ্জা থাকে না, যাদের লজ্জা হারিয়ে গেছে তাদের লজ্জা লাগার কথা না। প্রকৃতপক্ষে বিএনপি একটি সন্ত্রাসী সংস্থায় পরিণত হয়েছে এবং তাদের নেতৃবৃন্দ সন্ত্রাসী নেতায় পরিণত হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। সন্ত্রাসী রাজনীতি থেকে তারা বেরিয়ে আসুক। বিএনপি নির্বাচনে অংশ নিলে, নির্বাচনের তারিখ ঠিক রেখে তফশিলে যে পরিবর্তন আনার কথা বলেছে নির্বাচন কমিশন, সেটি যথার্থই বলেছে কমিশন। বিএনপির এতে বোধোদয় হবে বলে আশা করছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা