অনলাইন ডেস্ক
প্রতিবছর শীতের মৌসুমে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের ভীড় থাকলেও এবারে তা নেই। হরতাল-অবরোধের কারণে সেখানে পর্যটকের সংখ্যা অনেক কমে গেছে। যদিও চারিদিকে গাছপালা আর পাখিদের কলকাকলিতে মুখরিত সাতছড়ি জাতীয় উদ্যান ভ্রমণপিপাসুদের প্রিয়। তারপরও সেখানে পর্যটক কমে গেছে।
হবিগঞ্জের চুনারুঘাটে প্রায় ২৪৩ হেক্টর জায়গাজুড়ে বি¯তৃত সাতছড়ি জাতীয় উদ্যান। চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে এটি অবস্থিত। নানা প্রজাতির গাছ আর বন্যপ্রাণীতে ভরা এই উদ্যানের সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। এখানকার দীর্ঘ পাম গাছগুলো বেশি নজর কাড়ে। শীত মৌসুমে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন এই জাতীয় উদ্যানে।
কিন্তু এ বছর পর্যটকের সংখ্যা অনেক কম। শীতের আগমনের এই সময়ে সাধারণত যে পরিমাণ ভীড় থাকে তা নেই। হরতাল ও অবরোধের কারণে এমনটি হয়েছে বলে জানালেন স্থানীয়রা।
হরতাল-অবরোধ শেষ না হওয়া পর্যন্ত পর্যটক উপস্থিতি এমন কম থাকবে বলেই মনে করেন সাতছড়ি বিট কর্মকর্তা মামুনুর রশিদ।
এদিকে, উদ্যানটিকে আরো সুন্দর করে সাজানো ও ব্যবস্থাপনার মান বাড়ানোর তাগিদ দিলেন পর্যটকরা।