অবক্ষয় দূর করে রাজনীতিতে গুনগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি। গণমানুষের আস্থা অর্জন করেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা।
রবিবার (৩ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কর্তৃক সাংগঠনিক রিপোর্ট প্রদান উপলক্ষ্যে এক সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের) এ কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, প্রমাণ হবে জাতীয় পার্টিই গণমানুষের স্বার্থ সংরক্ষণে রাজনীতি করছে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি। জাতীয় পার্টি চেয়ারম্যান এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ সভার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর এম.এ. রাজ্জাক খান, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব বেলাল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, গোলাম মোস্তফা।
এছাড়া উপস্থিত ছিলেন আবু সাঈদ স্বপন, সুমন আশরাফ, হুমায়ন খান, এটিএম মমতাজুল করিম, লোকমান ভূঁইয়া রাজু, সৈয়দ মনিরুজ্জামান খান, মিজানুর রহমান, আবুল হাসনাত আজাদ, আহাদ খন্দকার বাইবেল, আব্দুস সালাম লিটন, এস.এম. ইকবাল আহমেদ, শেখ মাহমুদুল আনোয়ার, গরিবুল্লাহ সেলিম, হাদিস হুসাইন, মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, ওহিদুর রহমান, ইদি আমিন এ্যাপোলো, আবু ইউসুফ, আরশাদ খন্দকার কাউসার।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা