নতুন বছরের শুরুতেই সেরা চমক অপ্পোর ! সাধ্যের মধ্যেই দুর্দান্ত ফোন, দামও মধ্যবিত্তের নাগালের মধ্যেই ৷
অপ্পোর স্মার্টফোন মানেই ক্যামেরা হবে দুর্দান্ত ৷ সঙ্গে AI Beauty Recognition Technology তো রয়েছেই ৷ লো লাইট হোক কিংবা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ৷ সবেতেই সেরা ছবিটা ক্লিক করায় অপ্পোর স্মার্টফোনের জুড়ি মেলা ভার ৷
গ্রাহকদের জন্য এবার অত্যন্ত সাধ্যের মধ্যে দামেই আরও একটা দুর্দান্ত স্মার্টফোন নিয়ে হাজির অপ্পো ৷ যা হল সংস্থার এফ সিরিজের নতুন মডেল এফ ১৫৷ ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি ৷ স্টোরেজ ক্ষমতা থেকে শুরু করে RAM, সবকিছুতেই চমকে দেওয়ার মতো ফিচার নিয়ে হাজির অপ্পো এফ ১৫৷ আর দামও মধ্যবিত্তের নাগালের মধ্যেই ৷
অপ্পো এফ ১৫ এর প্রাইমারি ক্যামেরা হল ৪৮ মেগাপিক্সেল ৷ এবং ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ৷ মোট চারটি রেয়ার ক্যামেরা থাকছে এই ফোনে ৷ যার মধ্যে একটি ১১৯ ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ৷ যার মাধ্যমে খুব সহজেই পুরো ফ্রেমে একটা কোনও বড় বিষয়বস্তুকে ক্যাপচার করা সম্ভব হবে ৷
এক দশকের সেরা ১০ প্রযুক্তিপণ্য
লাইটনিং ব্ল্যাক এবং ইউনিকর্ন হোয়াইট ৷ এফ ১৫ এর ক্ষেত্রে এই দুই রঙের মডেলই লঞ্চ করেছে Oppo ৷ থাকছে ৩টি কার্ড স্লট ( ডুয়াল সিম এবং মেমোরি কার্ড) এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সুবিধাও ৷ ৮ জিবি RAM এবং ১২৮জিবি ROM ফোনের অন্যতম আকর্ষণও বটে ৷
এত বেশি স্টোরেজ ক্ষমতাসম্পন্ন স্মার্টফোনের চাহিদা বর্তমান যুগে অনেকটাই বেশি ৷ পাশাপাশি এর ব্যাটারিও দুর্দান্ত ৷ ৪০০০ mAh-এর ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে ২০W VOOC ৩.০ ফ্ল্যাশ চার্জের সুবিধাও ৷ যার মাধ্যমে খুব কম সময়েই চার্জ হবে এই ফোন ৷
একনজরে দেখে নিন অপ্পো এফ ১৫ (Oppo-F15) এর সব ফিচার্স ৷
এত কিছু ফিচার্স-যুক্ত স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯০০ টাকায় ৷ ৭.৯৯ মিমি চওড়া এবং ১৭২ গ্রাম ওজনের এই স্মার্টফোন অত্যন্ত হাল্কা বলেই দাবি সংস্থার ৷
আগামী ২৪ জানুয়ারি থেকে অনলাইন এবং শহরের অফলাইন রিটেল স্টোরে বিক্রি শুরু হবে নতুন এই দুর্দান্ত স্মার্টফোনের ৷
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা