অনলাইন ডেস্ক
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল, কোন অপশক্তির কাছে মাথা নত করবে না। যাদের দফা, ঐক্যের ঠিক নেই তাদের রাষ্ট্র মেরামত করতে হবেনা, শেখ হাসিনাই রাষ্ট্র মেরামত করেছেন।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল আজ বলেছেন পদযাত্রা, জয়যাত্রা। আসলে পদযাত্রা হলো পরাজয়যাত্রা। পদযাত্রা হলো পতনযাত্রা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে দলটি।
বেলা দেড়টা থেকেই সরকারের পক্ষে নানা স্লোগান লেখা ব্যানার, ফেস্টুনসহ নেতা-কর্মীরা মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে হাজির হয়েছেন। ঘোড়ার গাড়ি নিয়েও মিছিল করে আসতে দেখা যায় অনেককে। নিরাপত্তার খাতিরে উক্ত এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
প্রসঙ্গত, বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল সরকার পতনের এক দফা দাবিতে আজ ঢাকাসহ সারা দেশে পদযাত্রার কর্মসূচি পালন করছে। এর পাল্টা জবাব হিসেবেই ক্ষমতাসীন আওয়ামী লীগ এই শোভাযাত্রার কর্মসূচি নিয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা