প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেছেন, ‘কেউ যদি কোনও অপরাধ করে, সে কোন দল করে, কী করে তা আমি দেখি না, অপরাধী অপরাধীই।‘
আজ বুধবার বিকেলে ঢাকায় গণভবনে আয়োজিত প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বুয়েটের এই ঘটনা শুনে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছিলাম আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে। ছাত্ররা নামার আগেই আমরা তৎপরতা শুরু করেছিলাম।
তিনি বলেন, ‘একটা বাচ্চা ছেলে, ২১ বছর বয়স। তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। পোস্টমর্টেম রিপোর্টটা আমি দেখেছি। সব ইনজুরি ভেতরে।’
সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এধরণের ঘটনা ঘটাবে তারা আমার পার্টির হলেও আমি কখনই মেনে নেবো না।
আর তাই আমি সঙ্গে সঙ্গে ছাত্রলীগকে ডেকেছি। তাদের বহিষ্কার করতে বলেছি, পুলিশকে বলেছি অ্যারেস্ট করতে।
তিনি আরো বলেন ছাত্র রাজনীতিতে, এই বুয়েটে আমাদের অনেক নেতাকর্মীকেও তো হত্যা করা হয়েছে।
আমি ক্ষমতায় আসার পর চেষ্টা করেছি সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক করতে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আন্দোলন কিসের জন্য। বিচার হবেই। যে মা-বাবা সন্তান হারিয়েছে তাদের কষ্টটা আমি বুঝি।
একটা সাধারণ পরিবারের ব্রিলিয়ান্ট ছেলে। তাকে কেন হত্যা করা হলো। এই নৃশংসতা কেন, এই জঘন্য কাজ কেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি।
আমি বিচার পাইনি আর তাই যখন কেউ বিচার দাবি করে সেটা আমি বুঝি।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা