করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সব দেশের নাগরিকদের জন্য এবার অন অ্যারাইভাল ভিসা বন্ধ করছে নেপাল। একইসঙ্গে কেউ যদি ভিসা নিয়ে দেশটিতে যায় তাকে সর্বোচ্চ সাত দিন আগের স্বাস্থ্য পরীক্ষার (পিসিআর) সনদ নিয়ে যেতে হবে। এদিকে নেপালে দু’টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর ফ্লাইটের সংখ্যা কমিয়েছে হিমালয় এয়ারলাইন্স।
নেপালে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই মধ্যে ১৫ ও ১৭ মার্চের ফ্লাইট বাতিল করেছে বিমান। শনিবার বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, ‘নেপালে আপাতত ১৫ ও ১৭ মার্চের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ১৯ মার্চের ফ্লাইট চলবে।’
একই রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করে হিমালয় এয়ারলাইন্স। এ সংকটে তারাও ফ্লাইট কমাচ্ছে। হিমালয় এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান এসএয়ার এয়ার বিডি লিমিটেডের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমাদের ফ্লাইটগুলো রিশিডিউল করা হচ্ছে। অনেক ফ্লাইট বাতিল করতে হচ্ছে। এপ্রিল থেকে আমরা সপ্তাহে সাতটির পরিবর্তে তিনটি ফ্লাইট পরিচালনা করবো।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা