‘পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ এখন অনেক ভালো আছে’
রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে তুলে ধরে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে অনেক আগে থেকেই আমার প্রস্তুতি নিয়েছি, তাই বাংলাদেশ ভালো আছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমি তো কাজ করছি। করোনাভাইরাসে আমি নিজে আক্রান্ত নই। আমি টেস্টও করেছি। কোয়ারেন্টাইন বলবো না। অন্যরা যেভাবে আছে আমিও সেভাবে আছি।’
অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে করোনা পরিস্থিতি যথেষ্ট ভালো। আমরা চিকিৎসা এবং নার্সদের জন্য পর্যাপ্ত পিপিই সংগ্রহ করেছি। পিপিই সংকট নেই। দেশের বিভিন্ন হাসপাতালে ৩ লাখ পিপিই বিতরণ করা হয়েছে। এ মুহূর্তে প্রায় পাঁচশ ভেন্টিলেটর হাতে আছে, আরও তিনশ আসছে। আমাদের কাছে ৪৫ হাজার কিট আছে, আরও ৮৫ হাজার কিট কিছুদিনের মধ্যে আসছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও দেহে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন চিকিৎসাধীন আছেন আরও ২৮ জন।
রবিবার (২৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মহাখালী থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারও দেহে করোনা শনাক্ত হয়নি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা