অনলাইন ডেস্ক
আজ রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ প্রতিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় বৃটেন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস একটা রূপরেখা ঘোষণা করবেন তার দিকে যুক্তরাজ্য তাকিয়ে আছে বলেও জানান তিনি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথেও সফরকালে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন। এছাড়াও রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গেও আলোচনা করবেন।
এর আগে, শনিবার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই ক্যাথরিন ওয়েস্টের সফরের অন্যতম প্রধান লক্ষ্য।
জানা গেছে, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর ঢাকা সফরে অগ্রাধিকারের অংশ হিসেবে তিনি বাংলাদেশে রোহিঙ্গা ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা, প্রয়োজনীয় পরিসেবা ও মানবিক সহায়তা প্রদানে যুক্তরাজ্যের নতুন তহবিল ঘোষণা করবেন।
উল্লেখ্য গতকাল শনিবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক বিষয়ক আন্ডার সেক্রেটারি (প্রতিমন্ত্রী) ক্যাথরিন ওয়েস্ট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা