অনলাইন ডেস্ক
সোমবার (১১ মে) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন ।
যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের স্মরণ করিয়ে দিয়ে কাদের বলেন, ‘ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতায়। দেশ পার করছে এক সংকটময় সময়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, গরীব ও খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে বিতরণ করতে বলবো।’
তিনি আরও বলেন, ‘করোনার করাল গ্রাসে বিপর্যস্ত দেশবাসী, এ দূর্যোগকালীন সময়ে জনগণের প্রত্যাশা ছিলো বিএনপি ত্রাণ নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। কিন্তু তারা তা না করে তাদের নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছেন, এই দুর্যোগে যা তাদের কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশা নয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে করোনা ক্রান্তিকালে সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা