অনলাইন ডেস্ক
মঙ্গলবার ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) ও আইপিএলের পরিচালনা পরিষদ যৌথভাবে এই ঘোষণা দিয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ার, চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং টিমের এক সাপোর্ট স্টাফ সদস্য ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়েছেন। আইপিএল প্রোটোকল অনুযায়ী সিএসকে স্কোয়াডকে পৃথক করে দেওয়া হয়েছে।এর পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের এক ক্রিকেটার কোভিড পজিটিভ হওয়ার পর টিমের প্রত্যেক সদস্যকে নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
মঙ্গলবারই নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু ঋদ্ধিমান সাহা কোভিড আক্রান্ত হওয়ায় সেই ম্যাচের আর কোনো সম্ভাবনাই ছিল না। সংবাদ সংস্থা এএনআই-এর কাছে বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্ল বলেন, “এ বারের মতো বাতিল করা হচ্ছে আইপিএল”।
বিসিসিআই একটি বিবৃতিতে জানায়, “ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং আইপিএল আয়োজনে জড়িত অন্যান্য অংশগ্রহণকারীদের সুরক্ষার সঙ্গে কোনো আপস করতে চায় না বিসিসিআই। সবার নিরাপত্তা, স্বাস্থ্য এবং হিতসাধনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটা অত্যন্ত কঠিন সময়, বিশেষত ভারতে এবং আমরা কিছুটা ইতিবাচকতা এবং আনন্দ আনার চেষ্টা করেছি। তবে, জরুরি ভিত্তিতে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। প্রত্যেকে নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন”।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা