অনলাইন ডেস্ক
জানা গেছে, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের এই ক্রিকেটার তার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবং বাঁহাতের আঙ্গুলের ইনজুরি থেকে সেরে উঠতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আসন্ন ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছেন। ইংল্যান্ডের তিন ফরম্যাটের দলে থাকায় অনেক দিন ধরেই জৈব সুরক্ষা বলয়ে বন্দী ছিলেন স্টোকস। ফলে পরিবার থেকে দূরে ছিলেন গত বছরের বেশিরভাগ সময়। গত গ্রীষ্মে নিউজিল্যান্ডে থাকা পরিবারের সঙ্গে দেখা করবেন বলে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেননি। এরপর গত বছরের ডিসেম্বরে স্টোকস তার বাবাকে হারান।
যিনি কিনা অনেকদিন ধরেই ব্রেইন ক্যান্সারে ভুগছিলেন। সেই ধাক্কা সামলে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিলেন। সেখানে থাকতে হয়েছে জৈব সুরক্ষা বলয়ে বন্দী। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে গিয়ে আঙ্গুলের ইনজুরিতে পরলে তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন। এরপর পুরো ইংলিশ গ্রীষ্ম জুড়েই হাতের ইনুজিরর জন্য খেলতে পারেননি।
সেই ইনজুরির থেকে পুরোপুরি সেরে না উঠলেও ভিটালাটি ব্লাস্ট দিয়ে আবারো ক্রিকেটে ফেরেন। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজে আবারো ইংল্যান্ড দলে ফেরেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করেন। যদিও টি-টোয়েন্টি সিরিজে তিনি আবারো বিশ্রামে থাকেন। এখন হুট করে মানসিক স্বাস্থ্য এবং ইনজুরির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতির সিদ্ধান্ত নিলেন।
যদিও তার এই ধরণের সিদ্ধান্তে ইসিবির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস। একই সঙ্গে তার নিজের সুস্বাস্থ্যের কথা ভেবে এ ধরণের সিদ্ধান্ত নেয়ার প্রশংসাও করেছেন তিনি। এ ছাড়া ভবিষ্যতে স্টোকসকে আবারো ইংল্যান্ডের হয়ে খেলতে দেখার আশাও প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে জাইলস বলেন, ‘বেন (বেন স্টোকস) তার অনুভূতি এবং সুস্থতার বিষয়ে মুখ খুলতে অসীম সাহস দেখিয়েছে। আমাদের দলের সকলের মানসিক স্বাস্থ্য এবং কল্যাণই আমাদের সবথেকে গুরুত্বের বিষয় ছিল এবং থাকবে। আমাদের খেলোয়াড়রা সবসময়ই নিজেদের প্রস্তুত করে নিরবিচ্ছিন্নভাবে দেশের হয়ে খেলতে চায়।’
তিনি আরো বলেন, ‘কিন্তু চলমান মহামারী এটিকে আরও জটিল করে তুলেছে। স্বল্পতম স্বাধীনতা সহ পরিবার থেকে অনেকটা সময় ব্যয় করা অত্যন্ত চ্যালেঞ্জিং। গত ১৬ মাস ধরে এই পরিবেশে প্রায় ক্রমাগত অবস্থান করা সবার সুস্থতার ওপর প্রভাব ফেলছে। বেনের (বেন স্টোকস) যতক্ষণ প্রয়োজন তা দেওয়া হবে এবং আমরা ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে তাকে ক্রিকেট খেলতে দেখব।’
উল্লেখ্য যে, এ বছর বেশ ব্যস্ত সময় পার করবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে পঞ্চম টেস্ট খেলার কিছুদিন পরই সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ ও পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্টোকসকে পাওয়া যাবে না এটা নিশ্চিত। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন কিনা এই অলরাউন্ডার তাও অনিশ্চিত হয়ে পড়লো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা