আমেরিকান ইংলিশ ই-টিচার কর্মসূচির আওতায় বিনামূল্যে অনলাইন কোর্সে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানাে হয়েছে।
মিডিয়া নোট এ বলা হয়েছে, ইংরেজি যাদের মাতৃভাষা নয় এবং যারা ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও একইসঙ্গে মিডিয়া সম্পর্কে আরও জানতে আগ্রহী তাদের জন্য বিনামূল্যে ‘ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স’ (এমওওসি) আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।কোর্সটি মিডিয়া আমাদের জীবনে কী ভূমিকা রাখে তা আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আমরা মিডিয়ায় যা পড়ি ও দেখি তা বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় শব্দভাণ্ডার এবং ভাষাগত দক্ষতা তৈরিতে সহায়তা করবে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এই কোর্সটি তৈরি করেছে।কোর্সটিকে পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আমেরিকান ইংলিশ (এই) ই-টিচার কর্মসূচির জন্য উপযোগী করে গড়ে তুলেছে অলাভজনক মানব উন্নয়ন বিষয়ক সংগঠন এফএইচআই ৩৬০।
বর্তমানে অনলাইন কোর্সটিতে তালিকাভুক্তি চলছে।তালিকাভুক্তির পরে অংশগ্রহণকারীরা কোর্সটিতে অংশ নিতে যেকোন সময় (দিন বা রাত) লগইন করতে পারবেন।কোর্সের ছয়টি মডিউল অবশ্যই জানুয়ারি১৩, ২০২০ এর মধ্যে শেষ করতে হবে। ৭০ শতাংশ বা তার বেশি স্কোরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নকারীরা পাবেন একটি ডিজিটাল ব্যাজ এবং সনদপত্র।
মিডিয়া সাক্ষরতার জন্য ইংরেজি শিক্ষার এই অনলাইন কোর্সটি তাদের জন্য ই তৈরি করা হয়েছে যাদের মাতৃভাষা ইংরেজি নয় ও যারা একইসঙ্গে ইংরেজিতে দক্ষতা এবং মিডিয়া বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে আগ্রহী।এই কোর্সে অংশগ্রহণকারীরা সময়ের সঙ্গে সঙ্গে মিডিয়া কীভাবে বদলে গেছে তা খতিয়ে দেখবেন।তারা বিজ্ঞাপনের জগত সম্পকে ধারণা নেবেন।অংশ নেবেন লক্ষ্য ভিত্তিক বিপণন কৌশল চিহ্নিতকরণ, উৎস বিশ্লেষণ এবং পক্ষপাত সনাক্তকরণের মতো কার্যক্রমে।মিডিয়ায় বৈচিত্রের প্রতিনিধিত্ব কীভাবে ব্যক্তি পরিচয় এবং সমাজকে প্রভাবিত করে তা-ও খতিয়ে দেখবেন।এইএমওওসি-তে সাপ্তাহিক ভিত্তিতে যোগ দেওয়ার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের শ্রেণি পেশার অন্যদের সঙ্গে ধারণা ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পাবেন।কোর্সের বিষয়গুলোকে তাদের নিজ নিজ বিশেষ শিক্ষা পরিবেশে প্রয়োগ করতেও শিখবেন তারা। তাহলে ইংরেজি মাধ্যমে মিডিয়া সম্পর্কে আরও অনেক কিছু জেনে নিন।যোগ দিন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের এক আন্তর্জাতিক গোষ্ঠীতে! প্রসঙ্গত, এই কোর্সের জন্য তৈরি করা সব উপকরণ সিসি-বিওয়াই ৪.০ হিসেবে লাইসেন্সকৃত।এর অর্থ হচ্ছে, সংশ্লিষ্ট শিক্ষকরা সিসি-বিওয়াই৪.০ চিহ্নিত যেকোনও শিখন উপকরণ তাদের স্কুল বা এলাকায় পুনরায় ব্যবহার, পরিমার্জন, রদবদল এবং বিতরণ করতে পারবেন। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের স্থানীয় কূটনৈতিক মিশন যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মিডিয়া সাক্ষরতার জন্য ইংরেজি শিক্ষার এই বিশেষ অনলাইন কোর্সটি (এমওওসি) তার অন্যতম। কোর্সে ভর্তির জন্য নিম্নলিখিত ওয়েবসাইটে যান: https://www.canvas.net/browse/fhi/courses/english-for-media-literacy
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আমেরিকান ইংলিশ (এই) ই-টিচার কর্মসূচির মাধ্যমে আয়োজিত অন্যান্য এমওওসি সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে এখানে যান: https://www.aeeteacher.org/node/273.
লালসবুজের কথা’র ফেসবুক পেজ :
আরও পড়ুন : রাজাকার যখন নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তখন খুব খারাপ লাগে : আব্দুস সামাদ তালুকদার
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা