অনলাইন ডেস্ক
আজ (মঙ্গলবার) রাতে আইসল্যান্ডের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল। এদিন দলের হয়ে মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে যাবে তার। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোনালদো ফের বললেন, তিনি রেকর্ডের পেছনে কখনই ছুটেননি, বরং রেকর্ডই তার পিছু নিয়েছে।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই করেছিলেন। পর্তুগালের হয়ে করেছেন ১২২ টি গোল। এছাড়া ক্লাব ফুটবলেও অসংখ্য রেকর্ডে রাঙিয়েছেন। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকেই রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। তবে নতুন কোচ হিসেবে রবার্তো মার্তিনেজ দায়িত্ব নিয়ে রোনালদোকে ফেরান। তার অধীনে ৩ ম্যাচ খেলে ৪ গোল দিয়েছেন সিআরসেভেন।
আরও পড়ুন :
৩৮ বছর বয়সী রোনালদো সংবাদ সম্মেলনে বলেন, ‘পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা অনুপ্রেরণা হয়ে কাজ করে।’
আরও পড়ুন:
ইউরো বাছাইপর্বে এখন পর্যন্ত তিন ম্যাচে তিন জয় পেয়ে গ্রুপ ‘জে’–এর শীর্ষে আছে পর্তুগাল। ছন্দে আছেন রোনালদো। ইতিহাসের সর্বোচ্চ ১২২টি আন্তর্জাতিক গোলের মালিক ২০০তম ম্যাচও রাঙাতে চান গোল দিয়ে, ‘আমি আমার ২০০তম ম্যাচটা গোল করে উদযাপন করতে চাই।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা