অনলাইন ডেস্ক
তিনি জানান, করোনা পরীক্ষায় বাবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তিনি দুর্বল অনুভব করছেন এবং কিছু খেতে পারছেন না, শরীরে জ্বরও আছে। তাই হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার তার দ্বিতীয় দফার পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।
এদিকে, অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় ছয় সদস্যের এ বোর্ড গঠন করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও মুগদা জেনারেল হাসপাতালের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।
বোর্ডের অপর সদস্যরা হলেন, মুগদা হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহসানুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সালাউদ্দিন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান ও অ্যানেস্থেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিছুর রহমান।
এর আগে গত রোববার (০৩ মে) সন্ধ্যায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে অধ্যাপক মুনতাসীর মামুনের মা বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৮ এপ্রিল থেকে তিনি হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা