অনলাইন ডেস্ক
আয়ারল্যান্ডে ডাবলিনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। এই সিরিজ দিয়ে আবারও প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বুমরাহ। আর ফেরার সিরিজেই জাতীয় দলের অধিনায়ক হয়ে ফিরলেন ডানহাতি এই পেসার।
সোমবার (৩১ জুলাই) আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের ভারতের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
জানা গেছে, ডাবলিনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২৩ আগস্ট। আইরিশদের বিপক্ষে সিরিজে দলের বেশিরভাগ নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কারণে বুমরাহকে অধিনায়ক দায়িত্ব দেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাস খানেক আগেই পুরোদমে অনুশীলন শুরু করেছিলেন বুমরাহ। মাঠে নেমে অনুশীলন ম্যাচ খেলতেও শুরু করেছেন তিনি।
এর আগে দীর্ঘদিন ধরেই চোটে জর্জরিত ভারতের পেস বোলার জাসপ্রিত বুমরাহ। যে কারণে সবশেষ আইপিএলে মাঠেই নামতে পারেননি তারকা এ পেসার। মাঝে বেশ কয়েকবার তার মাঠে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল। তবে চোট যেন তার পিছুই ছাড়ছিল না। তবে সব শঙ্কা কাটিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন বুমরাহ।
তারুণ্য নির্ভর এই দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে বুমরাহর সহকারী হিসেবে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়। দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং, ওপার বাংলার মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ।
উইকেটরক্ষক হিসেবে আছেন সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। পেস বোলিং আক্রমণে প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও আভেস খানদের মতো তরুণদের সুযোগ করে দেওয়া হয়েছে। দলে স্পিনার হিসেবে আছেন রবি বিষ্ণই ও ওয়াশিংটন সুন্দর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকানো ইয়াসভি জয়সাওয়ালকেও এই দলে রাখা হয়েছে।